সিরাজগঞ্জের যমুনার কাওয়াকোলা চরে প্রাকৃতিক পরিবেশে অবস্থিত দৃষ্টিনন্দন কাঁশফুল রিসোর্ট। কাঁশফুলে ঘুরতে যাবো শুনলে অনেকই বলে এখন তো কাঁশফুল নাই! আসলে সুন্দর এই জায়গাটার নামই কাঁশফুল 🤗।
আপনাদের সকলের জন্য এই কাঁশফুল রিসোর্টে স্মার্ট ট্যুরিজমের ইভেন্ট ২৭ অক্টোবর, শুক্রবার। সিরাজগঞ্জ পুরাতন জেলখানা ঘাটে ২:৩০টায় উপস্থিত হয়ে বেলা ৩টায় রওনা। যমুনায় নৌকাভ্রমণ, কাঁশফুল রিসোর্টে ঘোরাঘুরি, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার- সব মিলিয়ে ইভেন্ট ফি মাত্র ১০০টাকা। চলুন ঘুরে আসি।