প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

কৃত্রিম সৌন্দর্যে অভ্যস্ত নন রাইমা

গ্ল্যামারে ভরপুর শোবিজ দুনিয়ার সৌন্দর্য প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকতে অনেক কিছুই করেন অভিনয়শিল্পীরা। বিশেষ করে অভিনেত্রীদের দিকে দর্শকের নজর একটু বেশি থাকায় পর্দায় নিজেদের আকর্ষণীয় করতে অনেক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তও নিয়ে থাকেন তারা। এক্ষেত্রে অনেক আগে থেকে কিছু অভিনেত্রী সার্জারির মাধ্যমে শরীরি সৌন্দর্য বর্ধিত করেছেন। পৃথিবীর অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির মতো ভারতীয় বাংলা চলচ্চিত্রের একঝাঁক চিত্রনায়িকা ঠোঁট কেটে তাদের লুকে পরিবর্তন এনেছেন। তবে এসবে সায় নেই সুচিত্রা সেনের নাতনি তথা মুনমুন সেন তনয়া রাইমা সেনের।
কলকাতার একটি সংবাদমাধ্যমের সঙ্গে এই বিষয়ে আলাপকালে রাইমা সেন বলেন, ইদানিং দেখছি অনেকেই ঠোঁটে, গালে অনেক কিছু করান। আমি এসব না করিয়ে ভালো আছি। যারা করান সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। নিজের যা রূপ আছে, তা নিয়েই আমি আজীবন কাজ করে যেতে চাই।
জানা যায়, টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, পাওলি দাম, নুসরাত জাহানসহ অনেকে সংসার জীবন শুরু করেছেন। মজার ব্যাপার হলো, ২০১৭ সালে রাইমার ছোট বোন অভিনেত্রী রিয়া সেনও বিয়ে করেছেন। কিন্তু ৪৩ বছর বয়সী রাইমা এখনো অবিবাহিত। সংখ্যায় রাইমার বয়স চল্লিশের কোঠায় থাকলেও এখনো রূপের দ্যুাতি ছড়ান এই গ্ল্যামার গার্ল। যদিও তার প্রেম-বিয়ে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু বিয়ের বিষয়ে রাইমা নিশ্চুপ, নিরব!

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন