প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

উত্তরণের বটিয়াঘাটা শাখার উদ্বেগ ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ।

উত্তরণের বটিয়াঘাটা শাখার উদ্বেগ ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ।

  1. মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ

বটিয়াঘাটায় উত্তরণের ভূমি কমিটির ত্রৈমাসিক সভা গতকাল রবিবার সকাল ১০ টায় ভূমি কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন’র সভাপতিত্বে স্থানীয় উত্তরণের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । উত্তরণ ভূমি কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সারেক মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাংবাদিক আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, নারী নেত্রী আশা লতা ঢালী,সারেক ইউপি সদস্যা কানন মল্লিক, সাংবাদকর্মী মহিদুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান উজ্জ্বল, উত্তরণের ম্যানেজার মোখলেছুর রহমান কামাল প্রমুখ ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন