প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফিলিস্তিন আজ শেষ,

অনেকেই ঘুমিয়ে পড়েছেন, কেউ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন৷ আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল আবার জিল্লতির দুনিয়ার পেছনে ছুটব৷
ওদিকে আজ রাতে ফিলিস্তিনের গাজায় নিজ বাসভূমি রক্ষায়, আল কুদস এর সম্মান রক্ষায় ভূমি আকড়ে পড়ে থাকা গাজাবাসীদের উপর শুরু হয়েছে ইতিহাসের অন্যতম বড়ো গনহত্যার মিশন।
দখলদার ইজ~রায়েলী বাহিনী স্থল, সমুদ্র ও আকাশপথে একসাথে হামলে পড়েছে গাজাবাসীর উপর। এখন পর্যন্ত তারা প্রায় ১০০ সামরিক বিমান নিয়ে গাজা উপত্যকায় একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে৷ পুরো গাজা উপত্যকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সমগ্র দুনিয়া থেকে গাজাকে বিচ্ছিন্ন করেছে।
হে আল্লাহ! আপনি আপনার কৃতকার্য বান্দাদের অদৃশ্য শক্তি দিয়ে সাহায্য করুন। আমরা যারা জিল্লতির দুনিয়া নিয়ে পড়ে আছি, আমাদেরকেও আপনার কৃতকার্য বান্দাদের তালিকায় শামিল করে নিন। আমাদের ক্ষমা করুন।
اَللّٰهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، سَرِيْعَ الْحِسَابِ، اِهْزِمِ الْأَحْزَابَ، اَللّٰهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
❝হে আল্লাহ, কিতাব নাযিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী! আপনি শত্রুবাহিনীকে পরাভূত করুন। হে আল্লাহ! আপনি তাদেরকে পরাজিত করুন এবং তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিন❞।
আমীন….😭😭😭

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন