প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

সড়ক দুর্ঘটনায় মোংলার দিগরাজে হারিয়ে গেল আরেকটি তাজা প্রাণ

সড়ক দুর্ঘটনায় মোংলার দিগরাজে হারিয়ে গেল আরেকটি তাজা প্রাণ ।সড়ক দুর্ঘটনায় মোংলার দিগরাজে হারিয়ে গেল আরেকটি তাজা প্রাণ। সড়ক দুর্ঘটনায় দিগরাজ বাজার ব্যাংক রোড নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মইন (৪৫) এর মৃত্যু হয়। জানা যায় তিনি মাজার জিয়ারত করার উদ্দেশ্য মাইক্রো গাড়ি নিয়ে রাতে চট্রগ্রামে যাচ্ছিলেন। পথ মধ্যে রাত ৩ টার সময় নোয়াখালীর বাকিরহাটে একটা ট্র্যাক এসে তার গাড়িতে ধাক্কা দেয় ঘটনাস্থলে আব্দুল মইন মারা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন দিগরাজ বাজার বণিক সমিতি ও এলাকাবাসী।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন