প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন।  রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের করোনা কেয়ার ইউনিট (সিসিইউ) তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রোগীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হলে তাদেরকে দ্রুত ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। এ নিয়ে চলতি বছর রমেক হাসপাতালে তিনবার শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিইউ ইউনিটে বিদ্যুৎসংযোগ লাইনে শর্টসার্কিট থেকে বেশ কয়েকবার স্পার্কিং করে। এতে আগুন লাগার উপক্রম হলে সঙ্গে সঙ্গে সেখানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে নিভিয়ে ফেলা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে লাইনে স্পার্কিং বা ফায়ার শুরু হলে রোগী ও রোগীর স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে যে যার মতো করে সিসিইউ ইউনিট থেকে রোগীদের নিরাপদে সরিয়ে নেয়। রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম জানান, শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে নিভিয়ে ফেলছে তারা। আমাদের কোনো কাজ করতে হয়নি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন