প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পঞ্চগড়ে হঠাৎ করে শীতের আগমন

পঞ্চগড়ে হঠাৎ করে শীতের আগমন । আজ রোজ শনিবার (২৮ অক্টোবর) পঞ্চগড়ে হঠাৎ করে শীতের আগমন ল্যাপ তোষকের দোকানে উপচে পড়া ভিড়, ব্যস্ত সময় কাটাচ্ছে এখন ল্যাপ তোষক ব্যবসায়ী ও কারিগররা। ল্যাপ তোষক ব্যবসায়ীরা বলেন হঠাৎ পঞ্চগড়ে শীত নামায় মানুষ বর্তমান সময়ে বিপুল পরিমাণ ল্যাপ তোষক তৈরি এর অর্ডার দিচ্ছে পঞ্চগড়ের অমর খানা ইউনিয়নেন মডেল বাজার ল্যাপ ব্যবসায়ী মোঃ আলফাজ (আলফা) ভাইয়ের দোকানে। মোঃ আলফাজ ভাই গণমাধ্যম কে জানান, আমরাও এই মুহূর্তে ব্যস্ত। তাছাড়া জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় কাস্টমারের সাথে একটু বুঝিয়ে সুজিয়ে অর্ডার নিতে হচ্ছে। গত এক সপ্তাহ থেকে রাত হলেই কুয়াশার চাদরে ঢেকে যায় গোটা পঞ্চগড়, শুই শুই হিমেল হাওয়ায় জড়োসড় হতে দেখা যায় মানুষকে,এই শীতকে সামনে রেখে গরম কাপড়ের দোকানে বসছে ফুটপাতে, হঠাৎ শীতের কারণে বেড়েছে মানুষের মধ্যে সর্দি কাশি জ্বর, বিশেষ করে শিশুরা সর্দি কাশি জ্বরে বেশি আক্রান্ত।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন