নাটোরের সিংড়ায় অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এম পি মহোদয়ের উদ্যোগে দিনব্যাপি ফ্রি চক্ষু চিকিৎসা সেবা চলছে।
শনিবার সকাল ৮টায় সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এম পি মহোদয়ের উদ্যোগে, আল বাশার ইন্টারন্যাশনাল হাসপাতাল ও ফাউন্ডেশনের কর্তৃপক্ষ, ডাক্তার সালমান ও ডাক্তার তাহের এর অর্থায়নে চোখের রোগীদের চিকিৎসা, ছানি অপারেশন ও লেন্স পরানো শুরু হয়েছে। এ ছাড়াও বিনা মূল্যে চশমা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হচ্ছে।
এ সময়ে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিলেন বলেই আজ সিংড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চিকিৎসা খ্যাতে ব্যাপক উন্নয়ন হয়েছে, এবং রোগীদের অন্যত্র পাঠানোর জন্য ৩টি অ্যাম্বুলেন্স প্রদান করা সম্ভব হয়েছে। এবং মাঝেমধ্যেই চক্ষু ক্যাম্পের মাধ্যমে চোখের চিকিৎসা, ছানি অপারেশন লেন্স পরানো, চশমা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা সম্ভব হয়েছে। এছাড়াও মন্ত্রী মহোদয়ের চিকিৎসা খ্যাতে বাংলাদেশের সর্বত্রে ব্যাপক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
পরবর্তিতে মন্ত্রী মহোদয় ১০ নং চৌগ্রাম ইউনিয়নে আয়োজিত প্রোগ্রামে যান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর চৌগ্রাম ইউনিয়নের আওতায় সুবিদাভোগীদের সাথে মতবিনিময় সভা করেন, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ নং চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা।