শাজাহানপুরে নৌকার পক্ষে উঠান বৈঠক । বগুড়ার শাজাহানপুরে নৌকার পক্ষে এক উঠান বৈঠক ও তৃণমূল নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আমরুল রাধানগর হিন্দুপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে নৌকা মার্কা বিজয়ী করতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভার:) প্রভাষক সোহরাব হোসেন ছান্নু উঠান বৈঠক ও তৃণমূল নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন,আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল হক ছানা,জেলা যুবলীগ নেতা সৈকত আহমেদ,আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মমিন,সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক,ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি পিটু,সাধারণ সম্পাদক তৈবর রহমান,আওয়ামী লীগ নেতা শ্রী অমল্ল,সঞ্চিত,কামরুজ্জামান সহ স্থানীয় এলাকাবাসী। সভায় উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।