প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁ ঐতিহ্যবাহীবাহী শিবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসীদের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁ ঐতিহ্যবাহীবাহী শিবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসীদের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে!  নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঐতিহ্যবাহী শিবপুর বারোয়ারী দূর্গা মন্দির কমিটির আয়োজনে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আদিবাসীদের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় এবারো শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর পরেরদিন একাদশীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকেল ৪টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলে এই ঐতিহ্যবাহী নৃত্য প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ।দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আদিবাসী নারী -পুরুষ ও তরুণ-তরুণীরা এ নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবার ৩৫ দল এই নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নওগাঁ জেলা প্রতিনিধিঃ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন