প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

চাকুলীবাসীর উদ্যোগে বিশাল হাডুডু খেলার আয়োজন করা হয়েছে

গাইবান্ধা জেলার অন্তরগত সাঘাটা উপজেলাধীন ০৯ নং কামালেরপাড়া ইউনিয়নের চাকুলী গ্রামে গ্রামবাসীর উদ্যোগে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি/হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৭শে অক্টোবর ২০২৩ ইং রোজ: শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকায় চাকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচ দিয়ে জবকালো হাডুডু খেলার শুভ উদ্বোধন করা হবে।শুভ উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশ গ্রহন করবে সাঘাটা মটর শ্রমিক একাদশ বনাম গোপালপুর একাদশ।উক্ত খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকবে একটি মটর সাইকেল। ২য় পুরস্কার হিসেবে থাকবে একটি ফ্রীজ।উক্ত খেলাটি দেখার জন্য আপনারা স্ব পরিবার ও বন্ধু বান্ধবসহ সকলেই আমন্ত্রীত।সার্বিক যোগাযোগ: ছয়ফুল মোবাইল নম্বর:01716430167,সাজু মোবাইল নম্বর:01740953109 এবং বাদশা মোবাইল নম্বর:01738469829 . লোকেশন-মহিমাগঞ্জ হইতে পূর্ব দিকে জিরাই পার হয়ে বাঙ্গাবাড়ী ব্রীজ এর 700 মিটার পূর্বে কামালেরপাড়া থেকে পশ্চিমে মহিমাগঞ্জ  বাঙ্গাবাড়ী ব্রীজ রোড।আহব্বানে চাকুলী হাডুডু খেলা পরিচালনা কমিটি বৃন্দু। সৌজণ্যে: রেজুয়ান ভিডিও এডিটিং সেন্টার এন্ড ইউটিউব মিডিয়া , প্রোপাইটর সাংবাদিক মো: আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ ,ফলিয়া  দিগর বটতলা বাজার ,কামালেরপাড়া,সাঘাটা ,গাইবান্ধা।খেলাটি সরাসরি দেখতে পাইবেন ফেজবুক Rezuyan Islam Press এই আইডি তে-লিংক-https://www.facebook.com/profile.phpid=100075305290441&mibextid=ZbWKwL

 

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন