প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

২৮ শে অক্টোবর আওয়ামী লীগের মহাসমাবেশে দলে দলে যোগ দেওয়ার আহব্বান শাহাবুদ্দিনের

২৮ শে অক্টোবর আওয়ামী লীগের মহাসমাবেশে দলে দলে যোগ দিন শাহাবুদ্দিন। বিএনপি জামাতের আন্দোলনের নামে জ্বালাও পড়াও নৈরাজ্য ঠেকাতে ২৮ অক্টোবর ঢাকা আওয়ামী লীগের মহাসমাবেশে যোগ দিয়ে আওয়ামী লীগের মহাসমাবেশ কে সফল ও সার্থক করুন, বিএনপি’র সন্ত্রাসী কর্মকাণ্ড এমন পর্যায়ে পৌঁছেছে যে,বিদেশি আদালতের রায় ও প্রতিষ্ঠা হয়েছে।কানাডার ফেডারেল আদালতে (সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন ২০১৭,এফসি ৯৪)বলা হয়েছে যে বিএনপি কর্তৃপক্ষে একটি সন্ত্রাসী সংগঠন।তারা হচ্ছে এমন একটি দল যারা রাজনৈতিক উদ্দেশ্য পূরণে সশস্ত্র সংগ্রাম বা সহিংসতার পথ বেছে নেয়।এবং ক্ষমতার বাইরে থেকেও বিএনপি দল থেকে বের হয়ে আসেনি।২০১৩-১৪ যুদ্ধ অপরাধীদের বিচারক কাজ বন্ধ করার দাবিতে জামাতে ইসলামীর সঙ্গে মিলে তারা সারা দেশে একটি ভয়ংকর পরিস্থিতি তৈরি করেছিল।২০১৪ সালের জাতীয় নির্বাচনকে বানচাল করার ও ২০১৫ সালে সরকারের বর্ষ পূর্তিতে ব্যাপক ধ্বংসাত্মক কাজ করে বিএনপি-জামাত।বিএনপি’র আন্দোলন মানেই গাড়ী পোড়ানো,পেট্রোল বোমা ছোড়া,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সহিংস ও প্রাণঘাতী হামলা ও নিরপরাধ মানুষকে হত্যা করা।সাংবাদিকদেরকে এসব কথা বলেন মোঃ শাহাবুদ্দিন সাবেক সিনিয়র সহ সভাপতি কায়েত পাড়া ইউনিয়ন শেখ রাসেল নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।শাহাবুদ্দিন আরো বলেন ২৮ অক্টোবর বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে রূপগঞ্জ উপজেলা থেকে পাট ও বস্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তার সুযোগ্য সন্তান গোলাম মর্তুজা পাপ্পা ভাইয়ের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা কায়েত পাড়া ইউনিয়ন শেখ রাসেল নগর থেকে ২০ হাজার নেতা কর্মী নিয়ে আওয়ামী লীগের সমাবেশে যোগদান করবো।এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও পাট ও বস্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর হাতকে আরো শক্তিশালী করতে ও এই উন্নয়নের দ্বারা কে অব্যাহত রাখতে নৌকার বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন