প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

সাঁথিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার । পাবনার সাঁথিয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতার কৃত যুবকের নাম শরিফ হোসেন (26)। সে উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরপ গ্রামের রফিকুল ইসলামের ছেলে । অভিযোগ সুত্রে জানা যায়, মঙ্গলবার ( 24 অক্টোবর ) রাত আনুমানিক এগারো টার দিকে উক্ত ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। এ সময় পুর্ব থেকে ওই পেতে থাকা শরিফ হোসেন তাকে ধর্ষণ চেষ্টা চালায় । এ সময় ছাত্রীর চিৎকারে তার স্বজন রা এসে অভিযুক্ত শরিফ হোসেন কে আটক করে । তাৎক্ষণিক ভাবে বিষয়টি গ্রাম্য শালিশের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করা হয় । কিন্তু তাহা বাদী পক্ষের সন্তোষজনক না হওয়ায় তারা অভিযুক্ত কে পুলিশের কাছে সোপর্দ করে । এ ঘটনায় উক্ত ছাত্রীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন । সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রফিকুল ইসলাম জানান, ধর্ষনের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে । বুধবার দুপুরে আসামী কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন