শ্রীবরদীতে সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার । দীর্ঘ চার বছর গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে সরকারি চাকরি রেখে পালিয়ে বেড়ালেও অবশেষে বোনের বাড়িতে বেড়াতে এসে পুলিশের হাতে গ্রেফতার হলো ৩ টি মামলার সাজাপ্রাপ্ত আসামী মো আল-আমিন (৪০)। ধৃত আল আমিন (৪০) শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারী গ্রামের মৃত আফসার আলীর ছেলে। জানাযায়, শ্রীবরদী থানার এএসআই মোতাহারের তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ওসি কাইয়ুম খান সিদ্দিকীর তত্ত্বাবধানে এস আই শফিকুর রহমান সজিব নেতৃত্বে এএসআই মোতাহার সঙ্গীয় পুলিশের অভিযানিক দল ২৩ শে অক্টোবর সোববার রাতে পৌর শহরের খামারিয়াপাড়া এলাকা থেকে আল আমিনকে গ্রেফতার করে। ওসি কাইয়ুম খান সিদ্দিকি গ্রেফতারের সততা নিশ্চিত করে বলেন, ধৃত আল আমিন দীর্ঘ চার বছর থেকে পলাতক রয়েছে । তার বিরোদ্ধে ৩ টি সিআর মামলার সাজা ও একটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ১ টি সিআর মামলায় বিজ্ঞ আদালতে তাকে প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।