প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খুলনার দাকোপে বিজয় দশমীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত

খুলনার দাকোপে বিজয় দশমীতে নৌকা বাইচ প্রতিযোগিতা । খুলনার দাকোপ উপজেলায় দাকোপ সাহেবের আবাদ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিজয় দশমী দুর্গা পুজা উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে ভদ্রানদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ১ম স্থান স্বপ্নতরী, ২য় স্থান রত্নাতরী, ৩য় স্থান জয়মাকালী তরীকে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতা শেষে দাকোপ সাহেবের আবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও দাকোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সঞ্জয় কুমার মোড়লের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা -১ আসনের সাবেক সাংসদ ননীগোপাল মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান, দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ, কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির মন্ডল, দাকোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক ক্ষিতিশ চন্দ্র রায়, ইউনিয়ন যুবলীগ সভাপতি মাখন চক্রবর্তী। উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সমাজসেবক সসীম প্রকাশ জোয়াদার, শ্যামসুন্দর মন্ডল, লাউডো ইউপি সদস্য সুব্রত মন্ডল, নিতাই জোয়াদ্দার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য পরিতোষ কুমার মন্ডল ও শ্রীকান্ত রায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন