প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

শৈলমারীতে শতাধিক মূর্তি ও মন্ডপ পরিদর্শনে আজগর বিশ্বাস তারা

শৈলমারীতে শতাধিক মূর্তি ও মন্ডপ পরিদর্শনে আজগর বিশ্বাস তারা।  খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ও বিশ্বাস প্রোপাটিজ এর সিও বিশিষ্ট ব্যবসায়ী আজগর বিশ্বাস তারা গত ২৩শে অক্টোবর মহা নবমীতে বটিয়াঘাটা উপজেলার উত্তর শৈলমারীতে শতাধিক মূর্তি পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মহা নবমীর শুভেচ্ছা করেন এবং মন্দিরের সার্বিক বিষয়ে খোজ খবর নেন ও সাহায্যর্থে অনুদান চেক হস্তান্তর করেন। এ সময় তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এ দেশে সকল ধর্ম জাতি বর্ণ কাধে কাধ মিলিয়ে ধর্মীয় উৎসব পালন করে।যা এ সরকারের আমলেই সম্ভব। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চয় করে জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।তাহলে দেশ দেশের মানুষ শান্তিতে থাকবে,আমরা ভালো থাকবো।এ সময় আরোও উপস্থিত ছিলেন,২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নিত্যানন্দ বৈরাগী,আ’লীগ নেতা সুজয় কান্তি মন্ডল,জলমা ইউনিয়নের পুলিশিং কমিটির সাধারন সম্পাদক দিগন্ত মল্লিক,কমলেশ মল্লিক।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন