প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

মানবিক সাহায্য জন্য আবেদন

সাহায্য জন্য আবেদন। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান, দানশীল ব্যক্তির নজরে পড়বে। হিন্দু,মুসলিম ভেদাভেদ ভুলে আসুন অসহায় পরিবারটির পাশে দারাই। সাহায্যের হাত বাড়িয়ে দেই। অনু মহন্ত অনেকদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বাবা রুদ্র মহন্ত অনেকদিন ধরেই চিকিৎসা চালিয়ে আসছেন।খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিভাগে চিকিৎসাধীন আছে। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়ার জন্য ডাক্তার সাহেবরা পরামর্শ প্রদান করছেন এতে করে ৭/৮ লক্ষ টাকার প্রয়োজন।যা অনেকটাই ব্যায়বহুল। অসহায় বাবা মেয়েকে বাচাতে আমাদের সবার কাছে সাহায্যর জন্য হাত পেতেছেন আসুন আমরা অসহায় বাবার পাশে দারাই। নিজের মনে করে ৫০,১০০,৫০০,১০০০,৫০০০ যাই পারি না কেনো সহযোগিতার হাত প্রসারিত করি। মহান স্রষ্টা অবশ্যই অনুকে ভালো করে দিবেন সবাই অনুর জন্য আশির্বাদ করবেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ-রাত্রি রানী মহন্ত(বাচ্চার মা) বিকাশ:01765808698 (পারসোনাল) নগদঃ-01765808698 (পারসোনাল) রুদ্র মহন্ত বাহাদুরবাদ,গোবিন্দগঞ্জ,গাইবান্ধার বাসিন্দা। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান, দানশীল ব্যক্তির নজরে পড়বে। হিন্দু,মুসলিম ভেদাভেদ ভুলে আসুন অসহায় পরিবারটির পাশে দারাই। সাহায্যের হাত বাড়িয়ে দেই। অনু মহন্ত অনেকদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বাবা রুদ্র মহন্ত অনেকদিন ধরেই চিকিৎসা চালিয়ে আসছেন।খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিভাগে চিকিৎসাধীন আছে। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়ার জন্য ডাক্তার সাহেবরা পরামর্শ প্রদান করছেন এতে করে ৭/৮ লক্ষ টাকার প্রয়োজন।যা অনেকটাই ব্যায়বহুল। অসহায় বাবা মেয়েকে বাচাতে আমাদের সবার কাছে সাহায্যর জন্য হাত পেতেছেন আসুন আমরা অসহায় বাবার পাশে দারাই। নিজের মনে করে ৫০,১০০,৫০০,১০০০,৫০০০ যাই পারি না কেনো সহযোগিতার হাত প্রসারিত করি। মহান স্রষ্টা অবশ্যই অনুকে ভালো করে দিবেন সবাই অনুর জন্য আশির্বাদ করবেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ-রাত্রি রানী মহন্ত(বাচ্চার মা) বিকাশ:01765808698 (পারসোনাল) নগদঃ-01765808698 (পারসোনাল)

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন