প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

মধ্যনগরে বিজয়া দশমীতে ৩৩প্রতিমা বিসর্জন

মধ্যনগরে বিজয়া দশমীতে ৩৩প্রতিমা বিসর্জন । সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৪ইউনিয়নের ৩৩টি মন্ডপে শান্তিপুর্ণভাবে শারদীয় দূর্গাপুজা ষষ্ঠী,সপ্তমী,অষ্টমী,নবমী ও দশমী পুর্জাচনা এবং শান্তিপুর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। ২৪শে অক্টোবর মঙ্গলবার সকাল৯টা থেকে ১০টার মধ্যে শ্রীশ্রী দূর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে দর্পনে বিসর্জন করেন মন্দিরের পুরোহিত ও পূজারীগন।এবং ভক্তদের আরতি ও সিঁদুর খেলার পর পুর্ণাঙ্গ বিসর্জন সম্পন্ন হয়েছে। মধ্যনগর উপজেলা পূজাউদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার গণমাধ্যমে নিশ্চিত করে জানান সদরসহ ৩৩টি প্রতিমার শারদীয় দূর্গোউৎসব এবং প্রতিমা বিসর্জন সুন্দর ও সুষ্ঠভাবর সু-সম্পন্ন হয়।কোন ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন