প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগার নিয়ামতপুর থানা পুলিশ কর্তৃক ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগার নিয়ামতপুর থানা পুলিশ কর্তৃক ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ! নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক এর প্রত্যক্ষ নির্দেশনায় অফিসার ইনচার্জ নিয়ামতপুর থানা এর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস পুলিশ টিম থানা এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে জনৈক মোঃ রাকিবুল ইসলাম@ জাহিদ এর নিকট হতে ৬১ পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা বহনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল জব্দ করা হয় এবং জনৈক মোঃ কামরুল ইসলাম (৪৩) এর নিকট হতে ১৬ কেজি গাঁজা, ১৫২ পিস ইয়াবা ও নগদ এক লক্ষ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সংক্রান্তের গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। নওগাঁ প্রতিনিধিঃ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন