প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকায় কুখ্যাত গাঁজা ব্যবসায়ী মেসি গ্রেফতার

জলঢাকায় কুখ্যাত গাঁজা ব্যবসায়ী মেসি গ্রেফতার । নীলফামারীর জলঢাকায় ০১ (এক) কেজি গাঁজা সহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী মেসিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২৪শে অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলমের নেতৃত্বে একদল পুলিশ মুদিপাড়ার মৃত সাদের আলীর ছেলে মোঃ আসাদুল ইসলাম ওরফে মেসিকে জলঢাকা পৌরসভা এলাকার ফিউচার ড্রিম একাডেমীর সামনে হতে ০১ (এক) কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম জানান, একের পর এক অভিযান চালিয়ে এলাকাকে মাদক মুক্ত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।তিনি বলেন,মেসি একজন কুখ্যাত গাঁজা ব্যবসায়ী।তার বিরুদ্ধে মাদক আইনে জলঢাকা থানার মামলা নং-২৬(১০)২৩ রুজু করা হয়

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন