প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

কিশোরগঞ্জে শারদীয় দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক সাংসদ বিলকিস ইসলাম

কিশোরগঞ্জে শারদীয় দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক সাংসদ বিলকিস ইসলাম । সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাৎসব।
এই উৎসব ভাগাভাগি করার জন‍্য নীলফামারীর কিশোরগঞ্জ উপছেলায় শারদীয় দূর্গা মন্ডপ পরিদর্শন করলেন সাবেক সংসদ সদস‍্য, জাতীয় নির্বাহী কমিটির সদস‍্য এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি বিলকিস ইসলাম। সোমবার(২৩ অক্টোবর)উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম সহ অঙ্গ,সহযোগী সংগঠনের নেতাকর্মী কে সাথে নিয়ে দূর্গা মন্ডপ পরিদর্শন করেন। তিনি উপজেলার ৯ ইউনিয়নের উল্লেখ‍যোগ‍্য মন্ডপ সমূহ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজার যে আনন্দ তা ভাগাভাগি করেন।এ সময় মন্দির পরিচালনা কমিটি ও সাধারণ দর্শকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন,ধর্ম যার যার উৎসব সবার। বিএনপি শাসনামলে সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের নিরাপত্তা জোড়দার করা হয়।সংখ‍্যালঘু বলে কোন শব্দ নাই। আমরা সবাই মানুষ। একে অপরের পরিপূরক। তৃণমূল নেতাকর্মীর উদ্দেশ‍্যে সাবেক এই সাংসদ বলেন, নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে যাতে করে কোন কুচক্রী মহল শারদীয় দূর্গা পূজায় কোন রকম প্রভাব ফেলতে না পারে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলের সার্বিক সহযোগীতা আশা করেন। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম বলেন, দেশের মানুষ আজ শান্তিতে নাই। দ্রব‍্যমূল‍্যের লাগামহীন মূল‍্যে নাভিশ্বাস উঠে গেছে। আওয়ামী ইতি মধ‍্যে বুঝে গেছে তাদের পায়ের নিচে মাটি নাই।সনাতন ধর্মাবলম্বী ভাইদের আশ্বস্ত করে তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আগামী দূর্গা পূজায় সর্বোচ্চ সুবিধা সহ নিরাপত্তা জোড়দার করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন, পুটিমারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি সোহেল রানা, সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি আনিছুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের (ভারপ্রাপ্ত) আহবায়ক শাহ আলম বাবু, সদস‍্য সচিব দেবাশীষ সরকার, এবং সংশ্লিষ্ট ইউনিয়ন সমূহের সভাপতি ও সম্পাদকগণ সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন