প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দোয়ারাবাজারে নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দোয়ারাবাজারে নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার । সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাফিয়া আক্তার (২০) নামের এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর )সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। সাফিয়া আক্তার উপজেলার মৌলারপাড় গ্রামের চান মিয়ার মেয়ে।তবে কি কারণে সাফিয়া আক্তার আত্মহত্যার পথ বেছে নিল তা জানা যায়নি। পুলিশ ও পরিবার সুত্রে জানাযায়,নিহত সাফিয়া ও তার ভাতিজা রোমন (১০)একই কক্ষে রাত্রি যাপন করেন।মঙ্গলবার ফজরের নামাজের পরে রোমন তাদের সামাজিক মসজিদ মক্তব্যে পড়তে যান। রোমান কে মক্তব্যে এগিয়ে দিয়ে এসে পরিবারের সবার অগোচরে সাফিয়া আক্তার নিজ বসতঘরের কক্ষে বসত ঘরের তীরের সাথে কাপড় পেঁছিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।সাফিয়ার ভাবী রেছমা আক্তার ঘরে ডুকে সাফিয়াকে ঝুলন্ত দেখে চিৎকার দিলে চিৎকার শুনে পরিবারের লোকজন এসে সাফিয়া আক্তারকে ফাঁস থেকে খুলে। খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠান। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)মো:বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন