প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পশ্চিম পটিয়া অটো টেম্পু ও অটোরিক্সা সিএনজি কল্যান বহুমূখী সমবায় সমিতি লি: এর দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট

পশ্চিম পটিয়া অটো টেম্পু ও অটোরিক্সা সিএনজি কল্যান বহুমূখী সমবায় সমিতি লি: এর দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। আগামী ২৫ অক্টোবর এই নির্বাচনের তারিখ ছিল।  একই সাথে স্থানীয় সরকার ও সমবায় সমিতির সচিব, বানিজ্য মন্ত্রনালয়ের ডাইরেক্টর জেনারেল অব ট্রেড অর্গানাইজেশন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম, পুলিশ সুপার চট্টগ্রাম, জেলা সমবায় অফিসার চট্টগ্রাম, পটিয়া থানার অফিসার ইনচার্জ ও পশ্চিম পটিয়া অটো টেম্পু ও অটোরিক্সা সিএনজি শ্রমিক কল্যান বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতির উপর রুলনিশি জারি করেন। কুতুব উদ্দিন পক্ষে শুনানী করেন এডভোকেট ফয়সল দস্তগীর। বাদী তার আবেদনে জানান, তিনি বর্তমান কমিটির সহ সাধারন থাকা সত্বেও তাকে সমিতির ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। যা প্রচলিত আইন ও সমিতির গঠনতন্ত্র বিরোধী। সমিতির সাধারণ সম্পাদক নূর নবী নিষেধাজ্ঞার কথা শুনেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমরা সমিতির পক্ষ থেকে কুতুব উদ্দিন বিরুদ্ধে আপীল করবো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন