প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

স্মৃতি’র চলচ্চিত্রে অভিষেক!

সুন্দরী গ্ল্যামারাস তরুণী সায়মা স্মৃতি। দেশীয় শোবিজে এই তরুণী ইতোমধ্যে নিজেকে নতুন সম্ভাবনা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ছোটপর্দায় তার জয়রথ শুরু হয়েছে বেশ আগেই। এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে সায়মা স্মৃতি’র। নিজের অভিনীত ‘যন্ত্রণা’ ছবিটি দিয়ে ঢালিউডে অভিষেক ঘটছে তার। ২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে আরিফুর জামান আরিফ পরিচালিত এই ছবিটি। এতে সায়মা স্মৃতি’র বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। ত্রিভুজ প্রেমের গল্পের ছবি ‘যন্ত্রণা’।
বিনোদনের বৃহৎ মাধ্যম চলচ্চিত্রে অভিষেকের প্রতীক্ষায় থাকা সায়মা স্মৃতি বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, যন্ত্রণা ছবির মাধ্যমে আমি বড়পর্দায় প্রথমবার আসছি। নতুন হিসেবে হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তবে আমি ভুল থেকে শিক্ষা নিয়েছি। আগামীতেই এই শিক্ষা কাজে লাগিয়ে চলচ্চিত্রে এগিয়ে করতে চাই।
এই ছবিতে সায়মা স্মৃতি তার সহশিল্পী হিসেবে পেয়েছেন শতাব্দী ওয়াদুদ, মানসী প্রকৃতি, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।
উল্লেখ্য, সায়মা স্মৃতি চাঁদপুরের মেয়ে হলেও জন্ম ঢাকায় এবং পড়াশোনা ঢাকাতেই। ইতিমধ্যে তিনি অমিতাভ রেজা, অনম বিশ্বাস নির্দেশিত গ্রামীণফোনের দুটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে কাজ শুরু হয় সায়মা স্মৃতি’র। পরে ব্র্যাকসহ একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠানের টিভিসিতে কাজের পর চলচ্চিত্রে অভিনয় করেছেন এই সুন্দরী তরুণী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন