প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তালায় জাতীয় পার্টির পক্ষ থেকে দূর্গামন্দিরে শুভেচ্ছা বিনিময়

তালায় জাতীয় পার্টির পক্ষ থেকে দূর্গামন্দিরে শুভেচ্ছা বিনিময় । সাতক্ষীরার তালা উপজেলা জাতীয়পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি,উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলামের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। গতকাল বিকাল হতে গভীর রাত্র পর্যন্ত খেশরা ইউনিয়নের কলাগাাছি দূর্গামন্দির, দরমুড়াগাছা দূর্গামন্দির জালালপুর দূর্গামন্দির, জেয়ালা, জেয়ালানলতা, জাতপুর,হরিশচন্দকাটি, শিবপুর, মাঝিয়াড়া, কুমিরা সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় সফর সঙ্গীছিলেন খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ আজিজুর রহমান, জাপানেতা শ্রী রনজিত চৌধুরী, মোঃ আশরাফ হোসেন খান, শ্রী পার্থ প্রতীম মন্ডল, জাতীয় ছাত্র সমাজ সাংগঠনিক সম্পাদক এস,এম হাসান আলী বাচ্চু, মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ ইউনুস আলী মোড়ল,তালা সদর ইউনিয়ন যুব সংহতির সাধারণ সম্পাদক শেখ ইকবল হোসেন, মোঃ মফিজুল ইসলাম খান, মোঃ মফিজুল ইসলাম শেখ, মো: বাহারুল ইসলাম মোড়ল সফর সঙ্গী হিসাবে সাথে ছিলেন। তালা উপজেলায় ১২ টি ইউনিয়নে ১৯৬ টি দূর্গা মন্দিরে সান্তিপূর্ন পরিবেশে অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম,পিপিএম ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ মামুদ হোসেন নেতৃত্বে শান্তিপূর্ন পরিবেশে প্রশাসনের কড়া নজরদারিতে মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন