প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন-চিত্রনায়ক শাকিল খান

মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন-চিত্রনায়ক শাকিল খান । মোংলায় বিভিন্ন পূজামণ্ডব পরিদর্শন সহ, সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে লিফলেট বিতরণ করেছেন আওয়ামীলীগ নেতা চিত্র নায়ক শাকিল খান। সোমবার ২৩ শে অক্টোবর মোংলা ও দিগরাজের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান করেন, মনোনয়ন প্রত্যাশী চিত্র নায়ক শাকিল খান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোংলা ও রামপালের জনসাধারণের মাঝে সরকারের যে সব গণমুখী উন্নয়ন সম্পন্ন হয়েছে তার ফিরিস্তি তু্লে ধরে, নায়ক শাকিল খান বলেন, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়ন করেছে। তিনি আরো বলেন মোংলা – রামপাল বাগেরহাট ০৩ আসনে দলাদলি করতে আসেনি। প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন তার হয়ে কাজ করবো: পূজা মন্ডপ পরিদর্শন কালে: চিত্র নায়ক শাকিল খান এ সকল কথা পূজায় আগত সকলকে বলেন। এ সময় তিনি মোংলার বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শোনেন। আগামীতে তার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগীতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন