প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শাল্লায় ৪ ঘর আগুনে পুড়ে ছাই

শাল্লায় ৪ ঘর আগুনে পুড়ে ছাই । সুনামগঞ্জের শাল্লা প্রতি নিধি সুনামগঞ্জের শাল্লায় দুই বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে ৪টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । রোববার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের মহিতোষ দাশের বাড়ী থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে মহিতোষ দাশের বাড়ীর ভাড়াটিয়া বিকাশ সূত্রধরের রুম থেকে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে মহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে । পার্শ্ববতী সংলগ্ন ডাঃ কুমোদ রঞ্জন মজুমদারের থাকা ঘরে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ রুপ নেয় । পার্শ্ববতী মসজিদের ইমাম সাহেব মাইকে অগ্নিকান্ডের ঘোষনা দিলে স্থানীয় জনতা , জনপ্রতিনিধি , পুলিশ বাহিনীর প্রচেষ্টায় এক ঘন্টার অধিক সময়ে আগুন নিয়ন্ত্রনে আনে এ সময়ে ৪টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় । আগুন নিয়ন্ত্রনে আনতে কয়েকজন আহত হয়েছ । এতে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যক্তিদয়ের । ওসি আমিনুল ইসলাম জানান ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন