প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

২২ ব্যাচকে গলায় মালা ২৩ ব্যাচকে কেন অবহেলা

এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ পেছানো এবং ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন সমাবেশ করেন এইচএসসি পরীক্ষার্থীরা।

সমাবেশে পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, যেখানে ২০২২ ব্যাচের পরীক্ষার্থীরা ২৫ মাস সময় পেয়েছে, সেখানে আমরা পেয়েছি মাত্র ১৫ মাস। আমরা সিলেবাস সম্পন্ন করতে পারিনি। ২০২২ ব্যাচ অনেক সুযোগ-সুবিধা পেয়েছে। কিন্তু আমাদেরকে তেমন কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এ সময় ‘২০২২ সালের ব্যাচকে গলায় মালা, ২০২৩ ব্যাচকে কেন অবহেলা’ বলেও স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

পরীক্ষার্থীদের দাবি, এত অল্প সময়ে পরীক্ষা দিলে বেশিরভাগ শিক্ষার্থী আশানুরূপ ফলাফল করতে পারবে না। এছাড়া আইসিটি পরীক্ষা বাতিল করা উচিত। কারণ প্রত্যাশানুযায়ী প্রস্তুতি না নিতে পারায় বিষয়টা অনেক কঠিন হয়ে গেছে। বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, অনেক শিক্ষার্থী অসুস্থ। এ পরিস্থিতিতে পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়াসহ পূর্ণমান ৫০ করার জন্য তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন- কেরানীহাট কলেজের শিক্ষার্থী মাহিন, রংপুর সরকারি কলেজের বাপ্পী, সাকিব, সরকারি বেগম রোকেয়া কলেজের শিক্ষার্থী ইতি আখতার, সিটি কলেজের নাজমুল, শোভন, মডেল কলেজের শিক্ষার্থী শাকিল, বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজের মাইশা, সোহেল, লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাঈম প্রমুখ। এ সময় সোমবার (৭ আগস্ট) ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের আটক, হয়রানি এবং পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের চারটি দাবির মধ্যে রয়েছে- ৫০ নম্বরে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয় এবং পরীক্ষা থেকে আইসিটি বিষয়টি বাদ দিতে হবে।

এদিকে সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় অভিমুখে রওনা করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। ২০ মিনিটেরও বেশি সময় ধরে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন