প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

শিবপুরে পূর্ব পরিকল্পনায় এক বৃদ্ধকে হোন্ডা দিয়ে পিষে দিলো সন্ত্রাসী রাহাত

শিবপুরে পূর্ব পরিকল্পনায় এক বৃদ্ধকে হোন্ডা দিয়ে পিষে দিলো সন্ত্রাসী রাহাতঃ নরসিংদীর শিবপুর উপজেলার দুলাল পুর ইউনিয়ন এর কাদিরচর গ্রামের আঃ হান্নান ভূইয়া (৮০)। সকাল আনুমানিক ৯.৩০ দিকে কাদির চর অহেদ আলী মোল্লার বাড়ির সামনে চরসিনধুর, হাতিরদিয়া,আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে হেটে যাওয়ার সময় কিশোর গ্যাং এর সদস্য সন্ত্রাসী মোঃ রাহাত ভূইয়া, (২০)পিতা, খোকন ভূইয়া, সাং আলীনগর, থানা,শিবপুর, জেলা,নরসিংদী অজ্ঞাত ২ জন সন্ত্রাসী কে সাথে নিয়ে হোন্ডা দিয়ে আঃ হান্নান ভূইয়ার পথরোধ করে। এবং তার সাথে বাক বিতন্ডায় জড়ায়।এক পর্ষায়ে তাকে হত্যার উদ্দেশ্যে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে,পাকা রাস্তায় পড়ে যায়। পুনরায় তার উপর দিয়ে হোন্ডা চালিয়ে তাকে চাপা দেয়। এতে করে মাথায় আঘাত লাগে, তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। মুখ থেতলে যাওয়াতে তার দাঁত ভেঙে যায়।চোখের নীচে গর্ত হয়ে যায়।পায়ের উপর দিয়ে হোন্ডা চালানোর কারনে তার পা টাও ভেঙে যায়। আশেপাশের বাড়ির লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় প্রথমে শিবপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান।অবস্থার অবনতি হলে তাকে পংগুু হাসপাতালে জরুরী চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।জীবন মৃত্যুর সন্ধিক্ষনে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার অবস্থা আশংকা জনক। চিকিৎসাজনিত কারনে দেরীতে ২৩ইং অক্টোবর বিকেলে আঃ হান্নান ভূইয়া ছেলে, হাফিুজুল ভূইয়া বাদী হয়ে, শিবপুর মডেল থানায় ৪ জন সহ অজ্ঞাত নামা বেশ কয়েক জনের নামে একটি অভিযোগ দাখিল করেন। এলাকাবাসী ঘটনার সুস্পষ্ট তদন্ত করে দোষী দের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। এছাড়া সন্ত্রাসীরা আঃ হান্নান ভূইয়ার ছেলে হাফিজুল ভূইয়াকে মামলা না করার জন্য চাপ দিতে থাকে। যদি মামলা করে তাহলে তাকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছেন বলে জানান।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন