নরসিংদীতে এক যুবককে গু-লি, ও কুপিয়ে করে হ-ত্যা। গতকাল 23/10/23 ইং সোমবার রাএ ৯ ঘটিকায় নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে রানা আকবর মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।নরসিংদীর শহরের কাউরিয়াপাড়া এলাকায় পৌর ঈদগাহ মাঠে এ হত্যার ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে কী না, সেটি ময়নাতদন্তের পর বলা যাবে। নিহত রানা আকবর মোল্লা কাউরিয়াপাড়া এলাকার মৃত আলী আকবর মোল্লার ছেলে। নিহতের স্বজনেরা জানান, রাতে পূজামন্ডপ এলাকায় ঘুরে বাড়ির পাশের পৌর ঈদগাহ মাঠে তুষার (২৫) নামে এক সহযোগীসহ বসে ছিলেন রানা। এসময় ৮/১০ জনের একদল সন্ত্রাসী সেখানে গিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। এসময় গুরুতর আহতাবস্থায় তুষার নামে এক সহযোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বজনদের অভিযোগ রাজনৈতিক বিরোধ ও মাদক ব্যবসায় বাধা দেয়ায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। এর আগেও তাকে হত্যার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ জানান, ঘটনার প্রকৃত কারণ জানা ও হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তাকে গুলি করে হত্যা করা হয়েছে কী না সেটি ময়নাতদন্তের পর বলা যাবে।