প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নোয়াখালী হাতিয়া থাকে নৌকাসহ ১৭ জেলে আটক

নোয়াখালী হাতিয়া থাকে নৌকাসহ ১৭ জেলে আটক।  মা ইলিশ সংরক্ষণ অভিযান – ২০২৩- উপলক্ষে চলমান ২২ দিনের অভিযানে আজ সকাল ৫ঃ৩০ ঘটিকা হতে দুপুর ১ ঘটিকা পর্যন্ত বিসিজি স্টেশন হাতিয়া কোষ্টগার্ড কৃর্তক সিপিও মোঃ সফিউল্লাহ এর নিপুণ ও সুদক্ষ দুঃসাহসিক অভিযানে মৎস্য অফিসার হাতিয়া সাজু চৌধুরী , ও জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন কে সঙ্গে নিয়ে মেঘনা নদীর নিঝুম দ্বীপ সংলগ্ন এলাকায় সরকারি আইন অমান্য করে মৎস্য আহরণকালীন একটি কাঠের ট্রলার ও ৪০ লক্ষ মিটার জালসহ ১৭ জন জেলেকে আটক করে কোষ্টগার্ড। পরবর্তীতে জব্দকৃত কাঠের ট্রলার ও জাল আইননুসারে ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আকতার লাকি কৃর্তক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম করার কাজ চলমান রয়েছে। সাথে উপস্থিত ছিলেন নিউজ টুয়েন্টি ওয়ান বাংলা টিভির প্রধান উপদেষ্টা মাসুম বিল্লাহ ও মিডিয়াব্যক্তিবর্গ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন