পীরগাছা উপজেলাধীন অন্নদানগর বড়বাড়ি মাতৃমন্দিরের উদ্বোধন, আলোচনা সভা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। পীরগাছা উপজেলার ঐতিহ্যবাহী অন্নদানগর বড়বাড়ি মাতৃমন্দিরের উদ্বোধন ও স্বর্গীয় ক্ষীরোদা রানী সরকারের তিরোধানের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান গত রোববার রাত নয়টায় অনুষ্ঠিত হয়েছে। অন্নদানগর রেল স্টেশনের পাশে মাতৃমন্দির প্রাঙ্গণে এতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মন্দিরের উদ্বোধন করেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। ঢাকা কর অঞ্চলের উপ-কর কমিশনার দিপঙ্কর রায় সরকারের সঞ্চালনায় ও বাবু সুধা রঞ্জন সরকারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হক সুমন, সিনিয়র সহকারি সচিব নারায়ন চন্দ্র, ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক (পার্সেস) মনোরঞ্জন সরকার, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক তপন কুমার, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ডাঃ সুস্মিতা দেব নাথ, মার্কেন্টাইল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার নিহার রঞ্জন রায় অপু, বুয়েট ইঞ্জিনিয়ার সুশীল চন্দ্র রায়, রংপুর জেলা আওয়ামীলীগের সদস্য মনোয়ারুল ইসলাম মাসুদ, তুহিন চৌধুরী, ঢাকা বিমান বন্দর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আসলাম উদ্দিন, পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক নির্মল সরকার ও অন্নদানগর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বানিজ্যমন্ত্রী ফিতা কেটে মাতৃমন্দিরের উদ্বোধন করেন এবং দূর্গা প্রতিমা পরিদর্শন করেন। পরে বাংলাদেশ বেতার ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করা হয়। ## ২৩-১০-২০২৩ (ছবি আছে)