প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

শেখ রাসেলের জন্মদিন

কবিতা-শেখ রাসেলের জন্মদিন কলমে-নূরুন্নাহার তারিখ ১৭-১০-২০২৩ মুজিব পুত্র শেখ রাসেলের আজ ষাট তম জন্মদিন, বলতে পারছি না নেক হায়াতে বাঁচো তো বহুদিন? পঁচাত্তরে রাক্ষস ঘাতকের হাতে মুজিবের প্রাণ, দেশের জন্য করতে হয়েছে অকাতরে দান। শেখ রাসেলকে বাদ দেয়নি তারা যদিও ফুলের কলি, নির্মম আঘাতে প্রাণটা নিয়ে দিলো রাসেল বলি। বাঁচতে তোমাকে দেয়নি যারা মানুষ নয় তো তারা, এই দুনিয়ায় বাঁচলেও আল্লাতে পাবে না কো ছাড়া। দোয়া করি ঐ পারে তুমিহকবিতা-শেখ রাসেলের জন্মদিন কলমে-নূরুন্নাহার তারিখ ১৭-১০-২০২৩ মুজিব পুত্র শেখ রাসেলের আজ ষাট তম জন্মদিন, বলতে পারছি না নেক হায়াতে বাঁচো তো বহুদিন? পঁচাত্তরে রাক্ষস ঘাতকের হাতে মুজিবের প্রাণ, দেশের জন্য করতে হয়েছে অকাতরে দান। শেখ রাসেলকে বাদ দেয়নি তারা যদিও ফুলের কলি, নির্মম আঘাতে প্রাণটা নিয়ে দিলো রাসেল বলি। বাঁচতে তোমাকে দেয়নি যারা মানুষ নয় তো তারা, এই দুনিয়ায় বাঁচলেও আল্লাতে পাবে না কো ছাড়া। দোয়া করি ঐ পারে তুমি থাকো অনেক ভালো, তোমার মতো ফুলের কলিতে ফুটুক সদা আলো। থাকো অনেক ভালো, তোমার মতো ফুলের কলিতে ফুটুক সদা আলো।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন