প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফিলিস্তিনিদের রক্ষার জন্য মানববন্ধন

মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনিদের উপর বর্বর যুদ্ধ হামলা বন্ধ করে অসহায়দের পাশে দাঁড়ান ইসরাইল দখলদার জঙ্গীবাহিনী ফিলিস্তিনিদের উপর বর্বর যুদ্ধ হামলা ও অমানবিক মানুষ হত্যা বন্ধের দাবিতে স্বপ্নের বাংলা শিক্ষার্থী ফোরাম, চট্টগ্রাম সাংবাদিক সংস্থা চসাস, জাতীয় ছাত্র সমাজ ও চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের যৌথ উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ নগরীর চেরাগী পাহাড় চত্বরে ইসলামি চিন্তাবিদ মোহাম্মদ হোসেন’র সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়া ও স্বপ্নের বাংলা শিক্ষার্থী ফোরামের সভাপতি ওসমান এহতেসাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুল ইসলাম চৌধুরী, সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, নারী সংগঠক জেসমিন সুলতানা পারু, চসিক সাবেক প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ, সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী, আয়কর আইনজীবী জসিম উদ্দীন, ব্যাংকার মারুফ মোরশেদ, আমেনা খাতুন পুতুল, হারুন রশিদ, মোহাম্মদ তিতাস, দৈনিক সরকার পত্রিকা প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান, শরীফুল মোল্লা নিবর, সেলিম রেজা, ফিরোজ উদ্দীন, আমান উল্লাহ আমান, আবু তালেব, মোশাররফ হোসেন, সেলিম উল্লাহ , রেশমি আকতার রফিকুল ইসলাম, জয়া সরকার, আরাফাত সিদ্দিকি, শাহীন চৌধুরী, জান্নাতুল নাঈম, রোকসানা কলি, হাবীব সুমন, ইমতিয়াজ ফরুকী প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন