প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মোরেলগঞ্জে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় “হামুন”এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় “হামুন”এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।ঘূর্ণিঝড় “হামুন”র প্রভাবে বাগেরহাটের মোরেলগঞ্জ ও উপকূল জুড়ে সকাল থেকে থমথমে মেঘলাছন্ন আবহাওয়া বিরাজ করছে। ঝড়ের সময় যত এগিয়ে আসছে, মোরেলগঞ্জ ও উপকূলবাসীর চিন্তা ততই বাড়ছে। তবে হামুন মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সোমবার (২৩ অক্টোবর) বেলা ১২ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাড শাহ্ ই আলম আলম বাচ্চুর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিম খানম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান , প্রাণী সম্পদ কর্মকর্তা ইউনুস আলী,উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম,মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন,মোরেগঞ্জ পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করীম রাজীব, অর্থ সম্পাদক সাগর তালুকদার রনি, সিপিপি সদস্য সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন