প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

হেমায়েত উদ্দিন সচিবকে বিদায় সংবর্ধনা

হেমায়েত উদ্দিন সচিবকে বিদায় সংবর্ধনা । পিরিজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের চেয়ারম্যান জনাব হারুন অর রশিদ তালুকদার সাহেবের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠান এবং দোয়ার আয়োজন করা হয়। আলোচনা করেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।স্বনামধন্য চেয়ারম্যান জনাব হারুনুর অর রশিদ তালুকদার সাহেব আনুষ্ঠানিকভাবে বিদায় দিলেন ১৪.১০. ২৩ তারিখে সচিব জনাব হেমায়েত উদ্দিন মোল্লা সাহেব কে। সচিব মহোদয় দীর্ঘদিন যাবত মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে সুনামের সাথে সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি ধানি সাফা ইউনিয়নের প্রায় ১০বছর যাবত দায়িত্ব পালন করে আসছেন। ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় তিনি তার বক্তব্যের মাধ্যমে সচিব মহোদয়ের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি বলেন সচিব মহোদয় অত্যন্ত মেধাবী দক্ষ মানুষ তারদ্বারা ইউনিয়নের সকল কার্যক্রম সুন্দরভাবে সফলতার সাথে করতে পেরেছি সচিব সাহেবের বিরুদ্ধে কোন অভিযোগ আসেনি তিনি সুন্দর ব্যবহারে মানুষকে মুগ্ধ করে বলে অনেকে মন্তব্য করেছেন। আরো বক্তব্য পেশ করেন ধানিসাফা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জনাব তুষার তিনি বলেন সচিব মহোদয় অত্যন্ত ভালো মনের মানুষ তার দ্বারা ইউনিয়নের অনেক কাজ সুন্দরভাবে সংঘটিত হয়েছে তার মতন মানুষ এখান থেকে চলে যাওয়া মানে আমরা একজন সৎ মানুষ হারালাম। তার বাকি জীবন যেন সুন্দর এবং সুস্থতার সাথে কাটে ধানিসাফা ইউনিয়ন সহ বিভিন্ন সম্মানিত ব্যক্তিগন আলোচনা পেশ করেন এবং তাকে ফুলের শুভেচ্ছা সহ চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে বিভিন্ন প্রকার উপহার সামগ্রী দেওয়া হয় এবং অত্র ইউনিয়নের ভাইস চেয়ারম্যান এবং পুরুষ সদস্য সহ চকিদার দফাদার তাকে বিভিন্ন প্রকার উপহার দেন এবং সকলেই তার প্রশংসা করেন এবং ভবিষ্যত দিনগুলো সুস্থতার সাথে সুন্দর ভাবে কাটুক বলে আশা রাখে। সর্বশেষ ধানিসাফা ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব মহোদয় জনাব হাফেজ মাওলানা মোস্তফা কামাল সাহেব আলোচনা এবং দোয়া মোনাজাত করেন সর্বশেষে মিষ্টি বিতরণ সহ সচিব সাহেবের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা শেষ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন