প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মুন্সীগঞ্জ-৩ আসনের রাজনীতিবিদ মুখ পালামেন্টের সদস্য মৃণাল কান্তি দাস

মুন্সীগঞ্জ-৩ আসনের রাজনীতিবিদ মুখ পালামেন্টের সদস্য মৃণাল কান্তি দাস।  বাংলাদেশ পালামেন্ট এর সদস্য হিসেবে পরিচিতি রাজনীতিবিদ মুখ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের থেকে নির্বাচিত ১০ম এবং একাদশ জাতীয় পালামেন্ট এর সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। রাজনৈতিক প্রসঙ্গে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলকে আরও শক্তিশালী করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি ১৯৫৯ সালের ২৫ জানুয়ারি মুন্সিগঞ্জ জেলার কৃতি সন্তান সদর উপজেলার সরদার পাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম স্যাম লাল দাস ও মাতার নাম গীতা রানী দাস। তিনি বিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। তিনি আইন ব্যবসা করেন। মৃনাল কান্তি দাস ২০১০ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক ছিলেন। তিনি ৫ জানুয়ারি ২০১৪ তারিখে অনুষ্ঠিত ১০ম জাতীয় পালামেন্ট নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন