প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁ ৩ মামলার ৬ বৎসর সহ বিভিন্ন মেয়াদি সাজাপ্রাপ্ত আসামী মিলন আটক

নওগাঁ ৩ মামলার ৬ বৎসর সহ বিভিন্ন মেয়াদি সাজাপ্রাপ্ত আসামী মিলন আটক করে থানা পুলিশ।  নওগাঁ সদর মডেল থানা পুলিশ যেভাবে কুষ্টিয়া থেকে ৩মামলার ৬ বৎসর সহ বিভিন্ন মেয়াদী সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নুরুল ইসলাম মিলন নামের একজনকে আটক করে রবিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত নুরুল ইসলাম নওগাঁ জেলা সদর থানার ভবানীপুর কাঠালতলী গ্রামের আঃ খালেকের ছেলে। থানা সূত্রে জানা যায়, আটককৃত নুরুল ইসলামের বিরুদ্ধে জয়পুরহাট থানার জিআর ১২১/১৩, ৩৮৫/০৮ ও ৯৭/১০ নাম্বার ধারা (Special Power Act) মামলার আসামী। সে মোতাবেক নওগাঁ সদর মডেল থানায় ৩ টি সাজা ওয়ারেন্ট মূলতবী রয়েছে। সে পলাতক থাকায় তার সাজা কার্যকর করা সম্ভব হয়নি। এরপর গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া র‍্যাবের সহায়তায় নওগাঁ সদর মডেল থানার এস আই মোঃমেসবাউল হক সঙ্গীয় ফোর্স এএসআই সোহেল সহ তাকে আটক করেন।সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, নুরুল ইসলামকে কুষ্টিয়া থেকে আটকের পর থানায় এনে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন