প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

আমি শাকিবকে পাত্তাই দিতাম না-পলি

আমি শাকিবকে পাত্তাই দিতাম না :পলি । ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত নায়িকা পলি। অনেকে তাকে ‘অশ্লীলতা’ যুগের নায়িকা বলেও চেনেন। দেশের চলচ্চিত্রে যখন একের পর এক অশ্লীল সিনেমা নির্মাণ হচ্ছিল, সেসময় পর্দা কাঁপাতে দেখা গেছে এই অভিনেত্রীকে। ২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ ছবিটি দিয়ে চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল পলির।সর্বশেষে ২০১২ সালে ‘এক নম্বর আসামি’ সিনেমায় অভিনয় করে পর্দা থেকে হারিয়ে যান পলি। হঠাং এর মধ্যেই সম্প্রতি গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন পলি। যেখানে বর্তমান সময়ের ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে রীতিমতো বোমা ফাঁটিয়েছেন তিনি। পলির বলেন, ক্যারিয়ারের শুরুতে শাকিব খান তাকে প্রায়ই ফোন করতেন। সিনেমায় নিতে বলতেন। কিন্তু তিনি শাকিবকে পাত্তা দিতেন না। এই নায়িকার আরো বলেন, ক্যারিয়ারের শুরুতে শাকিব খান যখন সিনেমায় অহরহ শুটিং করতেন তখন তিনি প্রায়ই আমাকে ফোন করে অনুরোধ করতেন,, তাকে সিনেমায় নায়ক হিসেবে নেওয়ার জন্য। কিন্তু সবসময়ই শাকিবকে পাত্তা দিতাম না আমি। পাত্তা না দেয়ার কারণ কি ছিল? এমন প্রশ্নে পলি বলেন, শাকিব তখন বেশ হ্যাংলা-পাতলা যুবক। ওই সময় শাকিবের ফিটনেসও যেমন ছিল না, অভিনয়ও পারতো না ঠিকঠাক। ওর চেয়ে তখন আমার চোখে নায়ক হিসেবে আমিন খানকেই বেশি ভালো লাগত। তাই আমি সে সময় শাকিবের সঙ্গে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলাম না। এই নায়িকা আরও জানান, এখনও শাকিবের একটা জিনিস আমার মোটেও ভালো লাগে না। আর সেটি হলো, শাকিব নিজেকে সবসময় ঘরবন্দি রাখে। যেকোনো শুটিং ছাড়া এফডিসি কিংবা অন্য কোথাও আর তাকে দেখা যায় না। এমনকি পরিচিতদের সঙ্গে তিনি আড্ডাও দেন না। এই গোঁড়ামিটা এখনও শাকিবের মাঝে বিদ্যমান।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন