প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ্যাড. শাহজাহান মিয়া আর নেই

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ্যাড. শাহজাহান মিয়া আর নেই৷  পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. শাহজাহান মিয়া আজ ২১ অক্টোবর (শনিবার) সকাল ৬ টায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।তার নামাজে জানাজা আজ বিকাল ৩ টায় ঢাকায় ন্যাম ভবন এর সামনে এবং আগামী কাল সকাল ১১টায় পটুয়াখালী ঝউতলা মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।এ্যাড. শাহজাহান মিয়া ১৯৯৬-২০০১ সালে বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী, ২০০৮-২০১৩ এবং ২০১৮ থকে মৃত্যুর আগ পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘ ২৬ বছর পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।তার মৃত্যুতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সহ সর্বস্তরের মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন