প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাঁপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু দুর্ঘটনা এড়াতে সদর থানার চেষ্টা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাঁপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু দুর্ঘটনা এড়াতে সদর থানার চেষ্টা অব্যাহত | চাঁপাইনবাবগঞ্জ সদরে ট্রাক চাঁপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শান্তিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহীর নাম শামসুজ্জামান (৫৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের চৌহদ্দীটোলা গ্রামের বাসিন্দা।ঘটনা স্থলে ট্রাকের পিছনে পড়ে পৃষ্ঠ হন মটর সাইকেল আরোহী, তবে ট্রাকের ড্রাইভারকে ধাওয়া করার চেষ্টা করলে টেনে পালিয়ে যায়। এদিকে সদর মডেল থানা ঘটনার বিষয়ে খবর পেলে ট্রাক ডাইভার সহ তাদেরকে আটকানোর চেষ্টা করেন,শহরের ভিতরে থাকা মোবাইল ডিউটি অফিসার এস আই ওবায়দুল রহমান,বারঘরিয়া বিজিবি চেকপোস্টে সন্দেহমূলক ভাবে ট্রাকটিকে আটকানো হয়। পরে ট্রাকটির চালক বলেন আমার গাড়িতে কোন প্রকার অ্যাক্সিডেন্টর ঘটনা ঘটেনি পরবর্তীতে জনগণের তথ্য মতে তাকে থানায় আটক করে নিয়ে আসা হয়েছে,এ ঘটনার বিষয়ে পরে ট্রাক ডাইভার অ্যাক্সিডেন্টের সত্যতার সঙ্গে জড়িত বলে শিকার করেন। সড়ক দুর্ঘটনা এড়াতে সদর মডেল থানা পুলিশের মহাসড়ক থেকে শুরু করে শহরের বিভিন্ন অলিতে গলিতে চেষ্টা অব্যাহত রয়েছে। এমতাবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন জানান,শান্তির মোড়ে পশ্চিম পাশে মোটরসাইকেল আরোহী শামসুজ্জামানে ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শামসুজ্জামান মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ঘাতক ট্রাক ও চালককে আটকানো হয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত থানায় মানলা রজু করা হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন