প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিদীর শিবপুরে তিন ভুয়া পুলিশ গ্রেপ্তার

নরসিদীর, শিবপুরে তিন ভুয়া পুলিশ গ্রেপ্তার। শিবপুর থেকে তিন ভুয়া পুলিশ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার বিকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানান। এর আগে শনিবার সকালে শিবপুর মডেল থানার কলেজ গেইট এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের রমিজ উদ্দিনের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৫), নগর গ্রামের আব্বাস আলীর ছেলে মোঃ দুলাল মিয়া (৩৫) ও কামরাব গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে মোঃ স্বাধীন (৩০)।জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশ পরিচয়ে অপরাধ কর্মকান্ড পরিচালনা করে বলে স্বীকারোক্তি দেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ০১ টি প্রিমিও প্রাইভেটকার ও ১ টি হ্যান্ডকাফ,হ্যান্ডকাফের চাবিসহ পুলিশের ব্যবহৃত সরঞ্জামাদী জব্দ করা হয় বলে জানান ওসি খোকন চন্দ্র সরকার।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন