প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শাজাহানপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শাজাহানপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ।আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখা আয়োজিত উপজেলা পরিষদের হলরুমে সকাল দশ ঘটিকার সময় নিসচা উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) সাংবাদিক জিয়াউর রহমান (জিয়া) এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নিসচা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ভিপি সুলতান আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর। সভায় আরও বক্তব্য রাখেন নিসচা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনছার আলী। সভায় উপস্থিত ছিলেন নিসচা উপজেলা শাখার প্রচার সম্পাদক ও শ্রমিক নেতা বাবলু মন্ডল, যুব বিষয়ক সম্পাদক আবু জাফর, সড়ক দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক মিজানুর রহমান তোফা, নিসচা উপজেলা শাখার কার্যকারী সদস্য মাষ্টার আনোয়ার হোসেন, উজ্জ্বল, আঃ রহিম, সম্রাট সহ উপজেলা শ্রমিকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার মাঝিড়া এলাকায় র্যালী অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন