প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার । বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে” কুষ্টিয়ায় র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ১১ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নূরুল ইসলাম মিলন (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। নূরুল ইসলাম মিলন নওগাঁ জেলার সদর থানার ভবানীপুর এলাকার আব্দুল খালেকের পুত্র। র‌্যাব সূত্রে জানাযায়, মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া একটি চৌকষ আভিযানিক দল গত ২১ অক্টোবর ২০২৩ তারিখে রাত ১০.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন মঙ্গলবাড়ীয়া এলাকা’’ হতে ১১ বছর ০৬ মাসের সশ্রম করাদন্ড ১০০০০/-হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ০৫ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী নূরুল ইসলাম মিলন কে গ্রেফতার করা হয়। উক্ত মামলার রায় প্রদানের পর থেকে তিনি কুষ্টিয়া জেলার সদর থানাধীন মঙ্গলবাড়ীয়াতে নতুন বিয়ে করে এবং জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। উল্লেখ্য তাহার নামে জয়পুরহাট থানার তিনটি মামলা রয়েছে। পরবর্তীতে ধৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব১২,সিপিসি -১,কুষ্টিয়াকে তথ্যা দিন, সন্ত্রাস অস্ত্র ও জঙ্গি মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন