প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তাড়াশে কৃষকের ৪ লাখ টাকা মূল্যের ৫টি গরু চুরি

তাড়াশে কৃষকের ৪ লাখ টাকা মূল্যের ৫টি গরু চুরি ।সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নে এক কৃষকের প্রায় চার লাখ টাকার মূল্যের পাঁচটি গরু চুরি হয়েছে। রোববার সকালে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক। এর আগে শনিবার রাতে ওই ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের কৃষক মো: ওমর আলী শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। কৃষক মো: ওমর আলী শেখ বলেন, ‘প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘুমাতে যাওয়ার আগে গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে রাখা অবস্থায় দেখে যাই। ভোরে ফজর নামাজ পড়ার জন্য উঠে দেখি গোয়াল ঘরের তালা কাটা এবং আটটি গরুর মধ্যে পাঁচটি গরু নেই।’ তিনি আরো বলেন, চুরি হওয়া গরুর মূল্যে প্রায় চার লাখ টাকার মতো। আর গরুগুলো চুরি হওয়ায় আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার গরুগুলোই শেষ সম্বল ছিল। গরুগুলোর মধ্যে, কালো রঙের দুধের একটি গাভীসহ বাছুর-যার মূল্য আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা, কালো রঙের দু’টি গাভী যার আনুমানিক মূল্য ৮৫ হাজার টাকা, লাল রঙের একটি গাভী যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা ও কালো রঙের একটি ষাড় যার আনুমানিক মূল্য এক লাখ ১০ হাজার টাকা। তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন