প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শাহজাদপুরে ১০০ পুজা মন্ডপে এমপি মেরিনা জাহান কবিতার অনুদান প্রদান

শাহজাদপুরে ১০০ পুজা মন্ডপে এমপি মেরিনা জাহান কবিতার অনুদান প্রদান । ৬৭- সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তার ব্যক্তিগত তহবিল থেকে শাহজাদপুরের ১শ’টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন। এমপি মেরিনা জাহান কবিতার উপস্থিত থেকে এ অনুদান প্রদানের কথা থাকলেও তার স্বামী ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ মিজানুল করিমের মৃত্যুর কারনে গত কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করার কারনে রোববার মহাঅষ্টমী দিন দুপুরে স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার পক্ষে গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর পৌর শাখা কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের হাতে ওই অনুদানের অর্থ তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি রতন বসাক, সাধারন সম্পাদক মানিক কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র দেব, যুগ্ম-সাধারন সম্পাদক চন্দন কুমার রায় প্রমূখ। সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাহজাদপুরের ১শ’টি পূজা মন্ডপে অনুদান প্রদান করায় প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি,র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় সনাতনীবৃন্দ।###

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন