প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন কয়রা- পাইকগাছার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য পদ প্রার্থী মোঃ আসাদুজ্জামান (আসাদ)

খুলনা-০৬ কয়রা পাইকগাছা বাসী কে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন কয়রা- পাইকগাছার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য পদ প্রার্থী মোঃ আসাদুজ্জামান (আসাদ) । সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমান কাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে সনাতনী হিন্দু সম্প্রদায়ীরা। দুর্গাপূজা উপলক্ষে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে দেশবাসিকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন, জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগরের সংগ্রামী সদস্য সচিবও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-০৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য পদ প্রার্থীও জননেত্রী শেখ হাসিনার অত্যান্ত আস্থাভাজন ব্যাক্তিত্ব শ্রমিক বান্ধব প্রিয় নেতা জননেতা মোঃ আসাদুজ্জামান আসাদ । এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়,এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবংসুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট।ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ – শোক, জরা – ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।পৃথিবী হবে দুর্গতিমুক্ত।তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ধর্ম উৎসব এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন