প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাংবাদিক ও নৌ পুলিশের অভিযানে মা ইলিশ সহ লঞ্চ আটক

সাংবাদিক ও নৌ পুলিশের অভিযানে মা ইলিশ সহ লঞ্চ আটক। পটুয়াখালীর জেলা বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘাটে সাংবাদিক ও নৌ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মা ইলিশ সহ এম এল প্রিন্স অব কালাইয়া-১ নামক একটি লঞ্চ আটক করতে সক্ষম হয়েছে। এসময় লঞ্চে থাকা অন্যান্য স্টাফরা পালিয়ে যেতে সক্ষম হলেও লঞ্চের সুকানি পালিয়ে যাওয়ার সময় অভিযানে থাকা সাংবাদিক ও নৌ পুলিশের আটক হয়েছেন। শুক্রবার (২০শে অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সাংবাদিক শেখ এম জাফরান হারুন ও সাংবাদিক তৌহিদুল ইসলাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে ভোলার নাজিরপুর থেকে কালাইয়া লঞ্চঘাট ছেড়ে আসা এম এল প্রিন্স অব কালাইয়া-১ নামক লঞ্চ চন্দ্রদ্বীপের খানকা নামক স্থান থেকে প্লাস্টিকের দুইটা বস্তায় ৭০ কেজি মা ইলিশ মাছ ভর্তি করে ওই লঞ্চের সুকানির কক্ষে ভরে খুব সাবধানতা অবলম্বন করে নিয়ে আসছে এবং ওই মাছ গুলো সুমন নামের এক লোক লঞ্চে উঠিয়ে দিয়েছে। যাহা মাছ গুলো কালাইয়ার একজন মাছের আড়ৎদার কে দেওয়ার কথা রয়েছে। এদিকে গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জেনে দ্রুত নৌ পুলিশের কালাইয়া ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান ও এসআই শহিদুল ইসলামকে খবর দিয়ে লঞ্চঘাটে গোপনে অবস্থান নেন তারা। কিছুক্ষন পরেই লঞ্চটি ঘাটে নোঙ্গর করার সাথে সাথে তল্লাশি চালিয়ে সুকানির কক্ষ থেকে ওই দুই বস্তা মা ইলিশ উদ্ধার করা হয়। এবিষয়ে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লঞ্চটির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং সুকানির বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে। আর মা ইলিশ গুলো আপাতত বিতরণ না করে ফাঁড়ির ডিপ ফ্রিজে রাখা হয়েছে। আমরা কোর্টের নির্দেশমোতাবেক মা ইলিশ গুলো বিতরণ করব। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুব আলম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন