প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পরকীয়ার অপবাদে বউকে নির্যাতন

পরকীয়ার অপবাদে বউকে নির্যাতন করেন মোঃ মনছের আলী । নীলফামারী মনছের আলির বাসা নীলফামারী জেলা ডোমার থানার বেতগাড়া ডাঙ্গাপাড়ায় মনছের আলীর কাছে তথ্য নিয়ে জানতে পারি। আমার বউ পরকীয়া করছে অন্য জনের সাথে মেলামেশা করছে তার পেটের সন্তান এটা আমার না। এটা অন্য কারো এই অপবাদ দেন তার বউকে। এবং তার বউ গর্ভবতী হওয়ার সাত মাস চলতেছে। বিগত তিন মাস আগে নাকি বলছিল যে আমার সন্তান আসতেছে। এখন তিন মাস পর বলতেছে এটা আমার সন্তান না। তার বউয়ের কাছে তথ্য নিয়ে জানতে পারি। তার বউ বলে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এত নির্যাতন অপবাদ দিচ্ছে আর আমাকে সব সময় মারধর নির্যাতন করে থাকে তাই আমি এর বিচার চাই। এলাকাবাসীর কাছে। যাকে সন্দেহ করেন একই গ্রামের নাবালক শিশু মোঃ শুভ ইসলাম মোঃ আলম ইসলামের পুত্র তাকে সন্দেহ জনক ভাবে অপবাদ দিছে। তার পরিবারের কাছে জানতে পারি। বলতেছে আমার ছেলে এরকম না দশ বছর বয়স।আমার ছেলের সে রাতে কোনখানে যাইও না। ভয় করে। আমরা এর উচিত বিচার চাচ্ছি এলাকাবাসীর কাছে। তার বাবা মার আবদার এর উচিত বিচার চাই। এলাকাবাসীর কাছে তথ্য নিয়ে জানতে পারলাম। ওই এলাকার বাসিন্দা মোঃ জহিদুল ইসলাম বলেন মনছের আলীর বাসায় এ যাবো তো এরকম ঘটনা অনেকবার হইছে তাই আমরা অতিষ্ঠ হয়ে গেছি এর উচিত বিচার চাচ্ছি। বারবার একই ঘটনা হয় শুধু একটা বাড়িতে। এর উচিত বিচার চাই। এই বাড়িটির জন্য আমাদের এই গ্রামটির বদনাম ছড়াচ্ছে। তাই এবার কঠোর থেকে কঠোর বিচার চাচ্ছি। যাতে কোনদিন কাউকে কোন মিথ্যা অপবাদ দিতে না পারে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন