প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

প্রধান অতিথি ভিপি সাহীন গাবতলীতে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রধান অতিথি ভিপি সাহীন গাবতলীতে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত । বগুড়ার গাবতলীতে ২১অক্টোবর শনিবার দূর্গাহাটা ইউনিয়নে হাতীবান্দা যুব সমাজের আয়োজনে হাতিবান্দা উচ্চ বিদ্যালয় মাঠে পি.কে এলেভেন বনাম কিংবদন্তি হিরোস দুই দলের মধ্য ফাইনাল ফুটবল খেলা বিকাল ৪ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। হাতীবান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম শাফিউল আলম আবরার সভাপতিত্ত্বে খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন (গাবতলী-শাহজাহানপুর)-৭ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভূলন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, হাতীবান্দা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাহেনুল ইসলাম রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মাসুদ আলম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল মালেক টুকু, পৌর যুবলীগের সাবেক সভাপতি ও কাউন্সিলার হিরন পাইকার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওদু, এ এস আই মাসুদ রানা রতন। আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সদস্য রেজাউল করিম সোনা, নাড়ুয়ামারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাদশা, আ’লীগ নেতা ফাইম, আব্দুল বাছেদ, জহুরুল, লাল খলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী, মহিষাবান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় প্রধান অতিথি বিজয়ী ১ম পরস্কার পাওয়া কিংবদন্তি হিরোস দলের হাতে একটি বড় খাসি তুলে দেন। ২য় পুরস্কার রানারআপ পি. কে এলেভেন দলের হাতে একটি ছোট খাসি তুলে দেন এবং ৩য় স্থান নিউ লাইফ একাদল দলের হাতেও একটি ছোট খাসি তুলে দেন। ২১.১০.২৩

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন